নাচোলে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১; সময়: ২:১৩ অপরাহ্ণ |
নাচোলে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নাচোল : ‘সমবায় শক্তি, সমবায়-ই-মুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ টার দিকে নাচোল উপজেলা সমবায় কার্যলয় চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মশিউর রহমান বাবু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা সমবায় অফিসার সুনীল কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, নাচোল থানার তদন্ত ওসি আব্দুল ওহাব প্রমূখ।

পরে অতিথিরা ৬ টি সমবায় সমিতির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সমবায় দিবসে নীল পদ্ম ভোগ্যপন্য সমবায় সমিতি, টিকইল সাধু মহিলা, নাচোল বাসস্ট্যান্ড মানবিক গ্রাম উন্নয়ন এবং থানাপাড়া রজনীগন্ধা সমবায় সমিতির স্টল পরিদর্শণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে