ফুলবাড়ীতে নির্বাচনী আমেজ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১; সময়: ৩:০৫ অপরাহ্ণ |
ফুলবাড়ীতে নির্বাচনী আমেজ

নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়ী : আগামী ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (৪ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে উপজেলার ছয়টি ইউনিয়নে ২৫ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

উপজেলা নির্বাচন অফিস জানায়, যাচাই-বাছাইয়ে ৬ ইউনিয়ন মিলে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সবগুলোই বৈধতা পেয়েছে। ইউপি সদস্য পদে ২০৫ জন অংশগ্রহণ করার বৈধতা পেয়েছেন ও ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়। সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯ জনের মনোনয়ন জমা পড়লেও ৬ জনের মনোনয়ন বাতিল করে ৮৩ জনকে চূড়ান্ত হয়েছে।

উপজেলার ৬ টি ইউনিয়নকে দুইটি দপ্তরে ভাগ করে দেয়ায় নাওডাঙ্গা, শিমুলবাড়ি ফুলবাড়ী ইউনিয়নের প্রার্থী নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে, বড়ভিটা ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের যাচাই-বাছাই কার্যক্রম প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১১ নভেম্বর। ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ হবে। এরপর প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে