সুজানগরে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১; সময়: ৩:২৫ অপরাহ্ণ |
সুজানগরে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজানগরে পালিত হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার(০৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো.দেলোয়ার হোসেন (বিদ্যুৎ)। সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠির জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী পদ্ধতি। উন্নত বাংলাদেশ গঠনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। শেষে উপজেলার সফল সমবায় সমিতির মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে