নওগাঁয় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
নওগাঁয় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২টায় জেলা সমবায় কার্যালয়ে চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিন জন।

সভায় জেলা প্রশাসক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমমাম উদ্দিন, নওগাঁ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ সেলিমুল আলম শাহিন, জেলা সমবায় অফিসার ইমরান হোসেন, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: সাধারন সম্পাদক মাসুদ রানা, সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: ব্যাবস্থাপনা পরিচালক সবেদুল ইসলাম রনিসহ প্রমুখ। পরে ২০১৯-২০ সমবায় বর্ষে সরকারি কোষাগারে রাজস্ব প্রদানে শীর্ষ ১০টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে