প্রেসক্লাব ছাড়া মানুষের অধিকার নিয়ে কথা বলার উপায় নেই: ফখরুল

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১; সময়: ৯:৫৫ অপরাহ্ণ |
প্রেসক্লাব ছাড়া মানুষের অধিকার নিয়ে কথা বলার উপায় নেই: ফখরুল

পদ্মাটাইমস ডেস্ক : প্রেসক্লাব ছাড়া মানুষের অধিকার নিয়ে কথা বলার উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দেশ বর্তমানে নষ্ট সময় পার করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাক স্বাধীনতা না থাকায়, সৃষ্টিশীলতা ও মুক্তচিন্তা বাধাগ্রস্ত করছে বর্তমান সরকার। রাজনীতিতে যারা সম্পৃক্ত তারা ভাল নেই। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জাতির উপর চেপে বসেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল

তিনি বলেন, আমরা একটি দুঃসময় অতিক্রম করছি। মুক্তচিন্তা আজ বাধাগ্রস্ত, শিশু সন্তানের নিরাপত্তা দিতে পারছি না। মতপ্রকাশের জন্য ফেসবুকে পোস্ট দিলে গ্রেপ্তার হতে হয়। সত্য লিখলে সাংবাদিকদেরও গ্রেফতার করা হয়। দেশ এক ভয়াবহ ফ্যাসিবাদের কবলে।

কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’র ইংরেজি অনুবাদ করেছেন বিএনপির প্রয়াত নেতা আবদুল মান্নান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে