সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসপি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় সাঁইপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ সহ মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হযেছে।

শিক্ষক আয়ুব আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বছির উদ্দীন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, ছাত্র অভিভাবক সদস্য মাইনুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শামীম রেজা এবং নবাগত শিক্ষার্থীর মধ্যে রাজিন প্রমুখ।

চলতি বছর সাঁইপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। সেই সাথে ৪৪ জন নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। অনুষ্ঠানে শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা ও নতুন ছাত্র/ ছাত্রীসহ সকলের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে