রাজশাহীর মোহনপুরে ছয় ইউপিতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
রাজশাহীর মোহনপুরে ছয় ইউপিতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ প্রার্তীদের মাঝে শুক্রবার (১২ নভেম্বর) প্রতীক বরাদ্দ করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ নং ধুরইল ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগের দেলোয়ার হোসেন। বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী কাজিম উদ্দিন পেয়েছেন আনারস। ২ নং ঘাসিগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আজাহারুল ইসলাম বাবলু। আওয়ামী লীগের বিদ্রেহী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন বকুল পেয়েছেন আনারস প্রতীক এবং বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী তাজরুল হক দেওয়ান পেয়েছেন মোটর সাইকেল প্রতীক। ৩ নং রায়ঘাটি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের বাবলু হোসেন।

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত কুমার সরকার চশমা ও আক্কাস আলী আনারস প্রতীক। বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী পেয়েছেন ঘোড়া প্রতীক। ৪নং মৌগাছী ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের আল আমিন বিশ্বাস। বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন খান চশমাএবং জাতীয় পার্টি সমর্থক হারেস আলী পেয়েছেন লাঙল প্রতীক। ৫নং বাকশিমইল ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান।

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আল মোমিন শাহ গাবরু পেয়েছেন আনারস প্রতীক। ৬নং জাহানাবাদ ইউনিয়নে নৌকা প্রতীক প্রতীক পেয়েছেন আওয়ামী লীগে হজরত আলী। আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ পেয়েছেন ঘোড়া, বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী এমাজ উদ্দিন খান আনারস, এস এম মতিউন রহমান চশমা ও স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন মোটর সাইকেল প্রতীক। জাতীয় পার্টি সমর্থক স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন লাঙ্গল প্রতীক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে