পূজা উদযাপন পরিষদ রাজশাহীর নগরের সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১; সময়: ৮:০৮ অপরাহ্ণ |
পূজা উদযাপন পরিষদ রাজশাহীর নগরের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুনলাইট গার্ডেনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সে সময় একাত্তরের পরাজিত শক্তিরা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপ্রচেষ্টা চালাচ্ছে। তাদের ব্যাপারে তরুণ প্রজন্মকে সর্তক থাকতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জে.এল ভৌমিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক অঙ্কুরজিত সাহা নব, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রমেন চন্দ্র মন্ডল, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক এ্যাড. শরৎ চন্দ্র সরকার।

উল্লেখ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে