পেট্রল-অকটেন-সিএনজিচালিত বাসে নতুন ভাড়া প্রযোজ্য নয়

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১; সময়: ১২:০৫ অপরাহ্ণ |
খবর > জাতীয়
পেট্রল-অকটেন-সিএনজিচালিত বাসে নতুন ভাড়া প্রযোজ্য নয়

পদ্মাটাইমস ডেস্ক : ভাড়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীর ১২৮টি রুটের নতুন বাস ভাড়ার তালিকা তৈরি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে পেট্রল, অকটেন ও সিএনজিচালিত বাসে নতুন ভাড়ার তালিকা প্রযোজ্য না হওয়ার কথা বলা হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতেই বিআরটিএ এ তালিকা তৈরির কাজ শেষ করেছে। এসব তালিকা এখন বাসে দৃশ্যমান।

ভাড়া নৈরাজ্য ঠেকাতে প্রকাশিত ওই ভাড়ার তালিকায় বিআরটিএ উল্লেখ করেছে, ‘পেট্রল, অকটেন ও সিএনজি গ্যাস চালিত বাসে নতুন এই ভাড়ার তালিকা প্রযোজ্য হবে না। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।’

ঢাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়রোধে বিআরটিএ এর ৯টি ও ঢাকা মহানগর পুলিশের দুটো ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।এদিকে আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়রোধে গঠিত পরিবহন মালিকদের একটি ভিজিল্যান্স টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিআরটিএ এর মিরপুর সার্কেল অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ভাড়ার তালিকা হালনাগাদ করা হয়েছে।পাশপাশি সিএনজি ও ডিজেল চালিত বাসে আলাদা স্টিকার লাগানো আমরা শুরু করেছি। বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকার বেশি আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে