সংসদে মহাসড়ক বিল উত্থাপন করলেন বাগমারার এমপি এনামুল

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১; সময়: ১২:০৪ পূর্বাহ্ণ |
সংসদে মহাসড়ক বিল উত্থাপন করলেন বাগমারার এমপি এনামুল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : জাতীয় সংসদে মহাসড়ক বিল ২০২১ উত্থাপন করা হয়েছে। মহাসড়ক বিল ২০২১ পরীক্ষাকরণ সংক্রান্ত সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট সভাপতি একাব্বর হোসেন এমপি এর পক্ষে উত্থাপন করেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। রোববার মহান জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে তিনি এই বিলটি উত্থাপন করেছেন।

জাতীয় সংসদের গত ৪ সেপ্টেম্বর বৈঠকে উত্থাপিত মহাসড়ক বিল ২০২১, জাতীয় সংসদের কার্যপ্রনালী বিধির ২৪৬ বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। কমিটি ২৬ সেপ্টেম্বর বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরুপে পরীক্ষা করে।

এদিকে, বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন তাঁদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুটিনাটি দিক পরীক্ষা করে কমিটি মহাসড়ক বিল ২০২১ কমিটি কর্তৃক সংশোধিত আকারে ​সংসদে পাস করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করেছে। এ সময় জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত ছিলন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে