অস্ত্র উদ্ধারে দেশজুড়ে বিশেষ অভিযানে পুলিশ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১; সময়: ১১:২৭ পূর্বাহ্ণ |
অস্ত্র উদ্ধারে দেশজুড়ে বিশেষ অভিযানে পুলিশ

পদ্মাটাইমস ডেস্ক : দেশে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার উদ্যোগী হয়েছে পুলিশ। দেশের ৬৪ জেলায় গতকাল সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, এ অভিযান প্রাথমিকভাবে টানা ৭ দিন চলবে। প্রয়োজনে অভিযানের সময়সীমা বাড়ানো হতে পারে। অভিযানের ব্যাপারে সার্বিক নির্দেশনা দিয়ে পুলিশ সদর দফতর থেকে সব জেলার এসপিকে চিঠি দেওয়া হয়েছে।

এদিকে অন্তত ৫টি জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ সদর দফতরের নির্দেশনা পেয়ে তারা অভিযানে নেমে পড়েছেন। অস্ত্রসহ অনেকে গ্রেফতারও হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন্স) হায়দার আলী খান বলেন, অস্ত্র উদ্ধার করতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, সামনে তৃতীয় ধাপের নির্বাচন রয়েছে। সেই নির্বাচন সুষ্ঠু ও পরিবেশ নির্বিঘ্ন রাখতে পুলিশের তরফ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে