দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১; সময়: ৭:০৪ অপরাহ্ণ |
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : ডিজেল-কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে জয়পুরহাটে লিফলেট বিতরণের কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি।মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট পৌর শহরের পাঁচুরমোড় জিরোপয়েন্ট, তৃপ্তির মোড়, বাটার মোড়,পূর্ব বাজার এলাকায় প্রচারপত্র বিলি করা হয়।

প্রচারপত্র বিতরণ কার্যক্রমে জেলা বিএনপির আহ্বায়ক শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান,আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। বাসভাড়া বৃদ্ধি সরকারের ‘সাজানো নাটক’ হিসেবে অভিহিত করে জেলা বিএনপির নেতারা আরো বলেন, আমাদের দাবি অনতিবিলম্বে ডিজেল-কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে