রাজশাহীতে আদিবাসী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১; সময়: ১:৩০ অপরাহ্ণ |
রাজশাহীতে আদিবাসী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আদিবাসী পরিবারকে মামলা, গ্রেপ্তার ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টার দিকে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে রাজশাহীর সাহেব বাজার জিরো মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করেন। এছাড়াও তানোর উপজেলার ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথকে অপসারণ ও ভূমিদস্যু হামিদুর রহমানকে গ্রেফতারের দাবি জানান।মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, আদিবাসী পরিষদের মহানগর সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, সাধারণ সম্পাদক সুশেন কুমার সেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে