কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের নির্দেশ এসপির

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের নির্দেশ এসপির

নিজস্ব প্রতিবেদক : বাগমারা থানায় বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহীর বাগমারা থানা প্রাঙ্গনে বাগমারা থানার আয়োজনে এ বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

এ সময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ও বাগমারা থানার অফিসার ইন চার্জসহ বাগমারা থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ফোর্সদের জন্য লজিস্টিক সাপোর্ট ও অবকাঠামো উন্নয়ন বৃদ্ধিকরনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা হয় ।

পুলিশ সুপার গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রত্যাশিত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে গুরত্বারোপ করা হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিৎ করার নির্দেশনা প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদকবিরোধী অভিযান জোরদার করার কথা বলেন। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন এসপি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে