সায়নীর গ্রেপ্তারে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১; সময়: ১০:২৪ পূর্বাহ্ণ |
সায়নীর গ্রেপ্তারে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের ত্রিপুরায় তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। ত্রিপুরায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কলকাতার রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে বিক্ষোভ করে কয়েক হাজার তৃণমূল সমর্থক। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

বিজেপির বিপ্লব দেবের রাজ্য ত্রিপুরায় তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার এবং তাদের গাড়িবহরে হামলার ঘটনার রেষ পড়েছে মমতার রাজ্য পশ্চিমবঙ্গেও। সোমবার বিজেপির সদর দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার তৃণমূল সমর্থক। এসময় ত্রিপুরা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

রোববার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতা ও অভিনেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ। তার বিরুদ্ধে রাজ্যটির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চলতি মাসে ত্রিপুরায় ৪০টি পৌরসভার নির্বাচন। স্থানীয় এ নির্বাচনে অংশ গ্রহণের মধ্যদিয়ে ত্রিপুরায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে তৃণমূল। নির্বাচনের আগেই রাজ্যটির শাসক দল বিজেপি ও তৃণমূলের মধ্যে তীব্র বিরোধিতা শুরু হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে