বিদেশ থেকে দেশে আসা নতুন ভয়ঙ্কর মাদক ডিওবি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১; সময়: ৫:২৭ অপরাহ্ণ |
বিদেশ থেকে দেশে আসা নতুন ভয়ঙ্কর মাদক ডিওবি

পদ্মাটাইমস ডেস্ক : কুরিয়ারের মাধ্যমে পোল্যান্ড থেকে দেশে আসা ভয়াবহ মাদক ডিওবি (ডাইমেথ অক্সি ব্রোমোঅ্যামফেটামাইন) জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নতুন এ মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেশে এই প্রথম ভয়ঙ্কর মাদক ডিওবি জব্দ হলো। এ সময় বেশকিছু পরিমাণ এলএসডি আটক করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নতুন এই মাদকটি দেশে আসে। সিমকার্ডের মতো দেখতে ডিওবি মাদকটি এলএসডির মতোই জিহবায় রেখে সেবন করতে হয়। অনলাইনের ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এই মাদক আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

আটককৃত মাদকব্যবসায়ী শুভ দেশের বাইরে থেকে প্রায় কয়েকশ’ ডিওবি দেশে আনে। আটককৃতদের মধ্য শুভ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সাবেক শিক্ষার্থী। অন্যদিকে আটককৃত অর্নব পড়াশোনা করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে