বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১; সময়: ২:৩৩ অপরাহ্ণ |
বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ ৭২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে মামলায় অজ্ঞাত আরো ১৫০-২০০ আসামি রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী মডেল থানায় মামলাটি করেন এসআই আব্দুল আলীম। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিরকে ৭ নম্বর আসামি করা হয়েছে।

এর আগে, সোমবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের কাজে বাধা সৃষ্টি, ইটপাটকেল ছুড়ে পুলিশকে আক্রমণ এবং অটো ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা।

এজাহারের বরাত দিয়ে নরসিংদী সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, সোমবার বিকেলে নরসিংদী সদরের চিনিশপুর এলাকায় রাস্তা বন্ধ করে দলীয় অনুষ্ঠান করছিলেন বিএনপির নেতাকর্মীরা।

রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় ইটের আঘাতে আবু সাইদ ও সবুজ মিয়া নামে দুই পুলিশ সদস্য আহত হন।

এরপর ঘটনাস্থল থেকে পালানোর সময় ছয়জনকে আটক করা হয়। এছাড়া লাঠি ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে