দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে লাল সবুজ পতাকা বিক্রেতা

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে লাল সবুজ পতাকা বিক্রেতা

এসএম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। আগামী ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে একসাথে পালিত হবে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে চারদিকে পরছে সাজ সাজ রব। বসে নেই পতাকা বিক্রেতারাও। ভোর হতে না হতেই জীবন জীবিকার তাগিদে বিভিন্ন হাট-বাজারে তারাও বেড়িয়ে পরেছেন পতাকা বিক্রি করতে।

শনিবার (১১ডিসেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় হাটে জাতীয় পতাকা বিক্রি করতে এসেছেন ফরিদপুর থেকে ওয়াবাদুর হোসেন (৩৪)। তিনি জানান, বিগত ৮ বছর যাবৎ বিভিন্ন জাতীয় দিবস যেমন-বিজয়ের মাস ডিসেম্বর, ভাষার মাস ফেব্রুয়ারী, স্বাধীনতার মাস মার্চ ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে পতাকা বিক্রি করে আসছেন।

নাটোর জেলা সদর থেকে এসেছেন উজ্জল হোসেন (৩৮)। তিনি বলেন, ছয় বছর যাবৎ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা, মাথার ব্যাচ, হাতের ব্যাচ, পকেট ব্যাচ ও কাঠির মাথায় লাগানো পতাকা বিক্রি করেন। এগুলো আকার ভেদে লাল সবুজ পতাকা গুলো ২০ টাকা থেকে ১৫০ টাকায়, মাথার ব্যাচ ১০ টাকায়, হাতের ব্যাচ ২০ থেকে ৩০ টাকায়, পকেট ব্যাচ ১৫ থেকে ১৫০ টাকায়, কাঠি পতাকা ১০ টাকায় বিক্রি হয় বলে জানান।

ওবায়দুর হোসেন ও উজ্জল হোসেন বলেন, প্রতিদিন গড়ে তাদের আড়াই থেকে তিন হাজার টাকার পতাকা ও আনুসাঙ্গিক উপকরন বিক্রি হয়। লাল সবুজ পতাকার অংকরনে তৈরী হাতের একটি ব্যাচ কিনতে এসেছেন গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার আব্দুস সালাম। তিনি জানান, যাই করি না কেন অন্তরে থাকে দেশপ্রেম। আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ব্যাচ কিনছি আমার মেয়ে দোলা ও এলার জন্য।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে