কুষ্টিয়ায় ময়নাতদন্তের জন্য কুয়েট শিক্ষকের মরদেহ উত্তোলন

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১; সময়: ১২:৩৩ অপরাহ্ণ |
কুষ্টিয়ায় ময়নাতদন্তের জন্য কুয়েট শিক্ষকের মরদেহ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক সেলিম হোসেনের মরদেহ কবর থেকে হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কবরস্থানে উপস্থিত লাশ উত্তোলন প্রক্রিয়া শুরু করেন কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার, খুলনা খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমারসহ অন্যরা।

লাশ তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৬ ডিসেম্বর খুলনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নিরুজ্জামান তালুকদারের পাঠানো একটি চিঠি হাতে পান কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আবেদন করেন।লাশ তোলার পর ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গত ৩০ নভেম্বর কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রাধ্যক্ষ সেলিম হোসেন (৩৮) ক্যাম্পাসের পাশের ভাড়া বাসায় মারা যান।

১ ডিসেম্বর ময়নাতদন্ত ছাড়া তাঁর মরদেহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে দাফন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে