আস্থার অভাবে অনেকে বিদেশে চিকিৎসার জন্য যান: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১; সময়: ৬:৩৬ অপরাহ্ণ |
আস্থার অভাবে অনেকে বিদেশে চিকিৎসার জন্য যান: স্বাস্থ্যমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : দেশে উন্নত চিকিৎসার সব ব্যবস্থা আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আস্থার অভাবে অনেকে বিদেশে চিকিৎসার জন্য যান। বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্ট শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য বিভাগে অনেক উন্নয়ন হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনার সময় সবাই দেশেই চিকিৎসা নিয়েছেন। বিএসএমএমইউ হাসপাতালের উন্নয়ন কাজ শেষ হলে এখানেই সব চিকিৎসা হবে। তখন আর বিদেশে যেতে হবে না।

দেশে করোনা পরিস্থিতি ভাল আছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার কথা জানান। বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে। স্বাস্থবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা, মাস্ক ব্যবহার এবং ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ আছে বলেও উল্লেখ করে জাহিদ মালেক। জানান, বুস্টার ডোজের কার্যক্রম চলমান আছে। এছাড়া করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তরা ভাল আছেন, তাদের কোনও জটিলতা নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে