খালেদা জিয়ার জন্মতারিখ নির্ধারণের আদেশ ফের পেছাল

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
খালেদা জিয়ার জন্মতারিখ নির্ধারণের আদেশ ফের পেছাল

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রকৃত জন্মতারিখ নির্ধারণ করে আজ আদেশ দেয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত পিছিয়ে গেছে। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের অবকাশকালীন ছুটির পর এই রিটের শুনানি হবে।

আগামী ১৯শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত অবকাশকালীন ছুটির জন্য বন্ধ থাকবে উচ্চ আদালত। এর মাঝে আগামীকাল ১৬ই ডিসেম্বরের ছুুটি, ১৭ ও ১৮ই ডিসেম্বর সরকারি ছুটি থাকবে। তাই আগামী বছরের আগে এই রিটের শুনানি হওয়ার আর সুযোগ থাকল না।

এর আগে, গতকাল মঙ্গলবার উচ্চ আদালতের নির্দেশে খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এসব নথি দাখিল করা হয়। ছয়টি সংস্থার তথ্যে খালেদা জিয়ার তিনটি জন্ম তারিখ হলো: ১৯৪৬ সালের ৮মে, ১৫ই আগস্ট এবং ৫ই সেপ্টেম্বর।

এর আগে, গত ১৩ই জানুয়ারি খালেদার জন্মদিন সংক্রান্ত সব নথি তলব করেন হাইকোর্ট। তারই পরিপ্রেক্ষিতে আদালতে এসব দাখিল করেন সংশ্লিষ্টরা।

তার আগে, গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে খালেদার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। এরশুনানিতে গত ১৩ই জুন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তার জন্মদিনের সব নথিপত্র তলব করে। একই সঙ্গে ১৫ই আগস্ট জন্মদিন পালন কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। এছাড়া খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে