দুদকের মামলায় বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১; সময়: ৮:০১ অপরাহ্ণ |
দুদকের মামলায় বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামে দুদকের দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি ও বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বুধবার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। একই সঙ্গে তাদের জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।

গত বছর ২৩শে আগস্ট দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন। মামলায় ওসি প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

সেই মামলায় গত ৯ই সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করে আদালত। পাশাপাশি আরেক আসামি চুমকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তার মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গত বছর ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ওসি প্রদীপকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তবে, প্রদীপ কারাগারে যাওয়ার পর থেকে পলাতক রয়েছে চুমকি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে