চারঘাটে প্রার্থীর প্রচারে বোমা হামলার অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১; সময়: ২:০৩ অপরাহ্ণ |
চারঘাটে প্রার্থীর প্রচারে বোমা হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আব্দুল মালেকের নির্বাচনি প্রচারনার সময় হাতবোমার হামলা হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে বাদুড়িয়ে মধ্যোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার ইউপি সদস্য প্রার্থী আব্দুল মালেক ইউসুফপুর ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এলাকায় আতংক ছড়াতে প্রভাব বিস্তার করতে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি। আব্দুল মালেক বলেন, ইউপি সদস্য হিসাবে দীর্ঘ ৫ বছর ধরে জনগনের সেবা করে যাচ্ছি। এবার আমি মোরগ মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করছি।

তিনি বলেন, জনসংযোগ করে গোবিন্দপুর তিনটি মোটর সাইকেলে করে যাওয়ার সময় বাদুড়িয়া মধ্যোপাড়া কলাবাগান এলাকায় পৌছালে পেছন থেকে আমাদের লক্ষ্য করে হাত বোমা ছোড়া হয়। মোটরসাইকেলের পেছনে রাস্তায় উপর বোমাটি পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এস আই আব্দুস সালাম বলেন, বোমা বিস্ফোরণের তেমন কোন আলামত নেই সেখানে। ধারনা করা হচ্ছে, পটকা ফাটিয়ে আতংক ছাড়ানোর চেস্টা করা হয়েছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে