রাজশাহীর পদ্মাপাড়ের বিনোদনে যুক্ত হচ্ছে বিচ বাইক ও চেয়ার

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১; সময়: ৫:২৭ অপরাহ্ণ |
রাজশাহীর পদ্মাপাড়ের বিনোদনে যুক্ত হচ্ছে বিচ বাইক ও চেয়ার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পদ্মাপাড়কে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করতে বিচ বাইক ও বিচ চেয়ারের ব্যবস্থা করছে রাজশাহী সিটি করপোরেশন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় লালন শাহ মুক্ত মঞ্চে বিচ বাইক ও বিচ চেয়ারের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর উদ্বোধন করবেন। তিনি পদ্মাপাড়কে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয়ভাবে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে লালন শাহ পার্ক ও পদ্মাপাড়ের বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এবার রাজশাহীর পদ্মাপাড়ে যুক্ত হচ্ছে বিচ বাইক ও বিচ চেয়ার। রাসিক সূত্রে জানা গেছে, প্রথম অবস্থায় দুইটি বিচ বাইক ও ১০ বিচ চেয়ারের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রেমে আরো বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে