যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ফি বাড়ল ২০ ডলার

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১; সময়: ১২:৪৩ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের পাসপোর্টের ফি ২০ ডলার বাড়ানো হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) থেকে এই ফি বাড়িয়েছে দেশটি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সোমবার থেকে যুক্তরাষ্ট্র পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধি পেয়েছে। একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য পাসপোর্টের ফি ১১০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৩০ ডলার হবে। ১৬ বছরের কম বয়সীদের জন্য ৮০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হবে।

এছাড়াও একজন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্ট আবেদনের জন্য এক্সিকিউশন ফি ৩৫ ডলার অপরিবর্তিত থাকবে। যার ফলে একজন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্টের জন্য মোট ফি ১৩৫ ডলার।

ভ্রমণ ও পরিচয় শনাক্তকরণে বিশ্বের অন্যতম সর্বোচ্চ নিরাপদ এই নথি তৈরি অব্যাহত রাখতে ফি বাড়ানো হয়েছে বলে বার্তায় উল্লেখ করে দূতাবাস।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে