পূর্ব ইউরোপে করোনায় মৃত্যু ছাড়াল ১০ লাখ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১; সময়: ১২:০৩ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের পূর্বাঞ্চলীয় অংশের দেশগুলোতে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রাণ হারানো মানুষের সংখ্যা এই মাইলফলক অতিক্রম করে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। একইসঙ্গে ইউরোপের এই অঞ্চলের দেশগুলো ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধির আশঙ্কা করছে।

বৃহস্পতিবার রয়টার্সের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে ইউরোপে দৈনিক সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড করা শীর্ষ পাঁচটি দেশের তিনটিই পূর্বাঞ্চলীয় দেশ। দৈনিক সর্বোচ্চ প্রাণহানির তালিকায় থাকা পাঁচটি দেশের মধ্যে রাশিয়া, পোল্যান্ড ও ইউক্রেনও রয়েছে।

ইউরোপের মোট জনসংখ্যার ৩৯ শতাংশই মহাদেশটির পূর্বাঞ্চলীয় দেশগুলোতে বসবাস করে। আর মহামারির শুরু থেকে ইউরোপে প্রাণ হারানো মানুষের অর্ধেকের বেশিই পূর্ব ইউরোপের দেশগুলোর বাসিন্দা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, করোনা মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপে এখন পর্যন্ত মারা গেছেন ১৮ লাখ ৭৩ হাজার ২৫৩ জন। অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব ইউরোপের দেশগুলোতে করোনায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ১০ লাখ ৪৫ হাজার ৪৫৪ জন। অর্থাৎ পুরো ইউরোপের মধ্যে কেবল পূর্ব ইউরোপের দেশগুলোতেই করোনায় মৃতদের সংখ্যা অর্ধেকের বেশি।

পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে বেলারুশ, বুলগেরিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মলদোভা, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া এবং ইউক্রেন। অবশ্য এই অঞ্চলের দেশগুলোতে কিছুসংখ্যক ওমিক্রন রোগীও শনাক্ত হয়েছেন।

অন্যদিকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং দৈনিক সংক্রমণের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে।

বোজেনা অ্যাডামোউইচ নামে পোল্যান্ডের ওয়ারশের একজন বাসিন্দা রয়টার্সকে জানান, প্রতিদিনই যে বহু সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে তাতে আমি খুবই ভীত। এটি অচিন্ত্যনীয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে