রাজশাহীতে অঙ্কে ফেল করায় মেধাবী ছাত্রীর কাণ্ড!

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১; সময়: ১:৩৮ অপরাহ্ণ |
রাজশাহীতে অঙ্কে ফেল করায় মেধাবী ছাত্রীর কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে এসএসসি পরীক্ষায় ফেল করায় সুইটি খাতুন (১৭) নামে এক মেধাবী স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে।

নিহত স্কুলছাত্রী উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের লিটন আলীর মেয়ে। সে বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। সুইটি অন্যান্য বিষয়ে পাস করলেও অঙ্কে ফেল করে। এর পর বাড়ির নিজকক্ষে গলায় রশি দিয়ে ফাঁস দেয় সে। এ সময় বাড়ির লোকজন জানতে পেরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, মেয়েটি লেখাপড়ায় অনেক ভালো ছিল। কিন্তু এক বিষয়ে ফেল করায় সে কেন এমনটি করল, বুঝতে পারলাম না।

কাটাখালী থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় সুইটির নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে