স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হলে বেশি বেশি বই পড়তে হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১; সময়: ৩:০২ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন নতুন প্রজন্মকে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হলে বেশী বেশী করে বই পড়তে হবে। বর্তমান প্রজন্ম বই পড়া থেকে দুরে সরে গেছে। ত্রা পরিবর্তে মোবাইল, ফেসবুক, ট্ইুটারে আসক্ত হয়ে পড়েছে। এই আসক্তি থেকে কোন জ্ঞান লাভ করা যায় না। অথচ বই পড়া থেকে অর্জিত জ্ঞান মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত মনে থাকে।

বৃহষ্পতিবার বিকেলে শহরের মুক্তির মোড়ে ৪দিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন-তরুন প্রজন্মই কিন্তু আগামী দিনের দেশের কর্ণধার। তারাই কিন্তু দেশকে নেতৃত্ব দেবে। তাই আসুন সবাই বেশি বেশি বই পড়ার প্রতি বেশি করে মনোযোগী হওয়ার আহবান জানান মন্ত্রী।

জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান এবং বই মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জেলা প্রন্থাগারিক এস এম আসিফ বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী মেলায় স্থাপিত ষ্টলসমূহ পরিদর্শন করেন। মেলায় ৩২টি ষ্টল স্থাপিত হয়েছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে