বাস উল্টে গিয়ে ভ্যানকে দিলো চাপা, ঝরলো ৪ জনের প্রাণ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১; সময়: ৩:৫৪ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শুক্রবার সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানিয়েছেন, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল।

শুক্রবার সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় বাসটি মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন মারা যান। আহত হন অন্তত ১০ জন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।

এর আগে, জেলার তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত ও বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কামারখন্দ উপজেলা উপজেলার ঝাঐল গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল আজিজ ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের আব্দুর রউফের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন।

আঞ্জুয়ারা পেশায় শিক্ষক ছিলেন। সিরাজগঞ্জ জেলা পুলিশের সার্জেন্ট আমির হামজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে