২৫০ বার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি!

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। তবে প্রাণঘাতী এই ভাইরাসে বারবার আক্রান্ত হয়েও এখনো বহাল তবিয়তে আছেন টেনিস খেলোয়াড় বেনোইত পেইর। অবাক হলেও সত্য, একবার দুই বার না। ২৫০ বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তিনি!

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, টেনিস র‌্যাংকিংয়ে বিশ্বের ৪৬তম খেলোয়াড় বেনোইত আবারো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এক সময় শীর্ষ ২০ এর মাঝে ছিলেন তিনি। তবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো, তিনি এখন পর্যন্ত আড়াইশ বার করোনা পজিটিভ হয়েছেন!

জানা গেছে, আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নে বেনোইতের একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় অজ্ঞাত জায়গায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। এর আগে তিনি করোনার টিকা নিয়েছেন। এমনকি টিকা নেয়ার পক্ষে বারবার কথাও বলেছেন।

সব কিছু ঠিকভাবে নেয়ার পরেও এত বার করোনা পজিটিভ হওয়ায় ভীষণ বিরক্তি প্রকাশ করছেন বেনোইত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমার নাম বেনোইত পেইর। আমি ২৫০তম বারের মতো কোভিড পজিটিভ হয়েছি।

তিনি আরো লিখেছেন, সত্যি বলতে কোভিডের সঙ্গে আমি আর কুলিয়ে উঠতে পারছি না। নাক বেয়ে পানি পড়েই যাচ্ছে। দুনিয়ার নানা জায়গার হোটেলে কোয়ারেন্টাইন করতে করতে আমি মানসিকভাবে বিধ্বস্ত।

এরপর বেনোইত লিখেছেন, আমার জন্য চলতি বছর খুব কঠিন ছিলো। নতুন বছরও ঠিক একইভাবে শুরু হতে যাচ্ছে! আমি শতভাগ টিকা নেয়ার পক্ষে। কোভিডের আগে পরিস্থিতি যেমন ছিল, আসুন সেভাবে জীবন শুরু করি। তা ছাড়া এসবের কোনো মানে নেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে