বড়াইগ্রামে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা সমাপ্ত

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১; সময়: ৫:৫৪ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার (আইসিটি) আব্দুর রহমান আনছারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন অফিসার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান প্রমুখ। মেলায় উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষাংশে বিজ্ঞানের প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে