নওগাঁয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১; সময়: ৭:২৮ অপরাহ্ণ |

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য সম্মেলন। নওগাঁ সাহিত্য পরিষদের ৩য় বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে শুক্রবার সম্মেলনের আয়োজন করা হয়।

শুরুতেই সকাল সাড়ে ৯টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ। শহীদ মিনার চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে ঐতিহ্যবাহী প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারে নওগাঁ সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ফালগুনী রানী চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী।

আলোচক ছিলেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মোহাম্মদ শামসুল আলম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আশরাফুল নয়ন। বিকেলে কবি ও কবিতা কথন হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে