রাজশাহীতে উৎসব ছাড়াই নতুন বই বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২; সময়: ১২:৫৫ অপরাহ্ণ |
রাজশাহীতে উৎসব ছাড়াই নতুন বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক : করোনার সতর্কতায় রাজশাহীতে উৎসব ছাড়াই নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সরকারের নির্ধারিত সূচী অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বই বিতরণ করা হয়।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দিবে। প্রথম দিনে দেয়া হয় তৃতীয় শ্রেণীর বই। পর্যায়ক্রমে ১২ জানুয়ারী পর্যন্ত চলবে এ কার্যক্রম।

শিক্ষা অফিসের ভাষ্যমতে, রাজশাহীতে এ বছর ৩ লাখ ২০ হাজার শিক্ষার্থী পাচ্ছে প্রায় ৫০ লাখ নতুন বই। এর মধ্যে সাড়ে ২৫ লাখ বই এসে পৌঁছালেও, আসার অপেক্ষায় ২৪ লাখ বই। সেগুলো হাতে পেলে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সম্ভব হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে