৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২; সময়: ১:১৪ অপরাহ্ণ |
৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন

পদ্মাটাইমস ডেস্ক : কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় কিশোরগঞ্জ পৌরসভায় ৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন করা হয়।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও কর্মকর্তা-কর্মচারীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু রাষ্ট্রপতির কর্মময় বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা করেন।

পরে রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিন উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং নগর মাতৃসদনের পক্ষ থেকে দিনব্যাপী বিনা মূল্যে মেডিক্যাল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুর গ্রামের হাজী মো. তায়েব উদ্দিন ও তমিজা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

তিনি ছাত্রলীগের রাজনীতি শেষে হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ ৩৭ বছর দায়িত্ব পালন করেন।

বর্তমান কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সাতবার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে বিরোধী দলের উপনেতা, ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য তার সৌভাগ্যের মুকুটে যুক্ত হয় স্বাধীনতা পদকের হিরণ্ময় পালক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে