রাজশাহীতে থ্রী সন্স কারাতে-দো একাডেমীর যাত্রা শুরু

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২; সময়: ৭:২৬ অপরাহ্ণ |
রাজশাহীতে থ্রী সন্স কারাতে-দো একাডেমীর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, ইংরেজী নতুন বছরের প্রথম দিবসে নতুনের জয় যাত্রার পথকে সুগম ও বেগমান করতে এবং খেলার জগতে কারাতের মানকে জেলা, বিভাগ শুধু নয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সাফল্যের উজ্জ্বলভাবে উপস্থাপনের জন্য থ্রী সন্স কারাতে-দো একাডেমী নামে, শিরোইল শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার সকালে উদ্ভোধন করেন সেনসাই মো: বকুল হোসেন (ব্লাববেল্ট ৪র্থ ড্যান) জাতীয় ও আর্ন্তজাতিক রেফরি এবং কোচ, সভাপতি জেলা কারাতে সমিতি জেলা ক্রীড়া স্ংস্থা রাজশাহী।

উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কে এম আতিকুর রহমান জাতীয় ও আর্ন্তজাতিক কারাতে রেফরি এবং কোচ। তার হাজারো ব্যস্ততার মাঝেও কারাতেকে এগিয়ে নিতে আপ্রান চেষ্টা করছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা আজ নতুন একটি কøাবের মুখ দেখছি। আমরা আশা করছি এই কারাতে সংগঠন আগামীতে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়াড় তৈরী করে রাজশাহীর মান বৃদ্ধি করবে।

থ্রী সন্স কারাতে-দো একাডেমী, শিরোইল শাখার উদ্বোধনী অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কারাতে সমিতির সম্মানিত যুগ্ম সম্পাদক ও জাতীয় রেফারী মাহমুদুন নবী তুষার, জাতীয় ও আর্ন্ত্জাতিক পর্যায়ে স্বর্ন পদক প্রাপ্ত প্রাক্তন মহিলা কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক মিসেস মরিয়ম বেগম মেমী, মোঃ সাজ্জাদ হুসাইন জাতীয় ও আর্ন্তজাতিক রেফরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কারাতে কোচ, কারাতের প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম প্রমুখ ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে