বেলপুকুরিয়া ইউপিতে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
বেলপুকুরিয়া ইউপিতে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আ.লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামনের ঘোড়া প্রতিকের নির্বাচনি এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪ টার দিকে বেলপুকুরিয়া আইডিয়াল ডিগ্রী কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শতাধিক সমর্থকরা চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামনের ঘোড়া প্রতিকের পক্ষে প্রচার মিছিল করেন।

নির্বাচনি সমাবেশে সভাপতিত্ব করেন ২ নং বেলপুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল। সমাবেশ পরিচালনা করেন পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাসুম বিল্লাহ্।

সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পরিষদের অন্যতম সদস্য ও পুঠিয়া উপজেলা আ.লীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মাসুদসহ বিভিন্ন ওয়ার্ডের ঘোড়া প্রতিকের সমর্থকরা।

সমাবেশে বেলপুকুরিয়া ইউনিয়নের ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান বলেন, আগামী ৫ জানুয়ারি বেলপুকুরিয়া ইউনিয়র বাসী ভয়ে রয়েছে যে আগামী ৫ তারিখ ভোটের দিন কি হয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে কথা দিয়েছে একটি ভোট কেউ অন্যায় ভাবে ভোট দিতে পারবেন না। আপনারা নিজের ভোট ঘোড়া প্রতিকের দিয়ে দেখে নিবেন। কেউ যদি ভোট দিতে বাধা দেই তাহলে সাথে সাথে প্রশাসনকে জানাবেন। কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না।

তিনি আরো বলেন, আমি ২৬ বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছি। এ সমাবেশ উপলক্ষে আমাকে ঠিক মতো মাইকিং করতে দেয়া হয়নি। বিভিন্ন এলাকা থেকে মানুষদের এ সমাবেশে আসতে দেয়া হয়নি। আপনাদের প্রতি অনুরোধ দল ও মত শেষে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জীবনের শেষ ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি মানুষকে ভালোবাসি। এ ইউপি বাসীর সেবা করেছি একটি টাকা কারো কাছে থেকে কোন দিন নেইনি। আশা করছি আগামী ৫ জানুয়ারি সকাল থেকে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে দেখিয়ে দিবেন বেলপুকুরিয়া ইউনিয়ন বাসী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে