নওগাঁয় উপনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২; সময়: ৪:৩৭ অপরাহ্ণ |
নওগাঁয় উপনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন উপনুষ্ঠানিক শিক্ষা ব্যরোর অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপনুষ্ঠানিক প্রথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে কোমাইগাড়ী মধ্যপাড়া উপনুষ্ঠানিক স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) শিহাব রায়হান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. সেবাশ্রীয়ান রোজারিও, আঞ্চলিক পরিচালক মি. সুকলেশ জর্জ কষ্টা, মি. দিপক এক্কা, জেলা প্রোগ্রাম ম্যানেজার আবুল বাসারসহ বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নওগাঁ জেলার ১০ টি উপজেলায় ৬৭ টি বিদ্যালয়ের মাধ্যমে কারিতাস বাংলাদেশ এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে