বাগমারার নরদাশে নৌকার গণজোয়ার

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২; সময়: ৭:৩৩ অপরাহ্ণ |
বাগমারার নরদাশে নৌকার গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এরই মধ্যে নরদাশ ইউনিয়নে নৌকার প্রতিকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিপুল ভোটে নৌকা প্রতিকের প্রার্থী জয়লাভ করবেন বলে ভোটাররা জানিয়েছেন।

সোমবার সকালে প্রচারণার শেষ দিনে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে প্রচারণায় বের হন তিনি। পরে পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়ায় এরই মধ্যে ভোটারদের মধ্যে সাড়া ফেলেছেন।

তিনি পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত রয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে প্রতিটি বাড়ি বাড়ি ছুটে চলেছেন ভোটার সহ সকলের সাথে মতবিনিময় করেছেন। নরদাশ ইউনিয়নে তিনি প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তিনি ওই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আরকেএম মোসলেম উদ্দীনের ছেলে।

পিতার আদর্শ নিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে তিনি আসন্ন ৫ জানুয়ারির নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিদিনই ছুটে চলেছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দলীয় নেতাকর্মী আর সমর্থকদের সাথে নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি।

নৌকার ভোট চেয়ে সময় পার করছেন তিনি সহ নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, জাফর আলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী বকুল, ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন তন্ময়, সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে