নির্বাচনে হতাহত হলে দায় নিতে হবে প্রার্থীকে : ইসি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২; সময়: ৮:৫৯ অপরাহ্ণ |
নির্বাচনে হতাহত হলে দায় নিতে হবে প্রার্থীকে : ইসি

পদ্মাটাইমস ডেস্ক : নির্বাচনে হতাহতের দায় কমিশন নেবে না। দায় নিতে হবে প্রার্থীদের। একথা বলেছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবির খন্দকার।

বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। নয়টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে, নির্বাচনী সহিংসতায় ছয়জন নিহত হয়েছে। এই মৃত্যু দুঃখজনক। এভাবে মৃত্যু কাম্য নয়। এর দায়-দায়িত্ব নিজ নিজ এলাকার প্রার্থীদের নিতে হবে।

তিনি জানান, নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য সিলেটের জকিগঞ্জে রিটার্নিং কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এপর্বে শতকরা ৭০ ভাগ ভোট পড়েছে বলেও জানান সচিব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে