দেশে একদিনে ৮৯২ জনের করোনা আক্রান্ত, মৃত্যু ৩

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২; সময়: ৯:০২ অপরাহ্ণ |
দেশে একদিনে ৮৯২ জনের করোনা আক্রান্ত, মৃত্যু ৩

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৯২ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই নারী। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষায় ৮৯২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে দাঁড়াল। নমুনা পরীক্ষা বিবেচনায় গতকাল করোনা শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ হলেও তা আজ ৪ দশমিক ২০ শতাংশে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানান হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৩ জনের তিনজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, একজনের ৭১-৮০ ও আরেকজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে। তিনজনের মধ্যে দু’জন ঢাকা বিভাগের। আরেকজন রাজশাহীর। তিনজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যানুযায়ী, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

অন্যদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৮১২ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৭৩ হাজার ২৮৫ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৮৮৫ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে