গুরুদাসপুরে ৬টি ইউপিতে দুই নৌকা চার সতন্ত্র প্রার্থী নির্বাচিত

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২; সময়: ১২:২১ অপরাহ্ণ |
গুরুদাসপুরে ৬টি ইউপিতে দুই নৌকা চার সতন্ত্র প্রার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নৌকা পেলেই পাশ! সাধারণ মানুষের এমন ধারণা পঞ্চম ধাপে গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের এ কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে। ৬টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে দুইজন এবং বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ায় ধারণাটি মিথ্যা প্রমাণিত হয়। তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোট শুরু হয় চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা।

উপজেলার ৬টি ইউনিয়নে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাঁকি ৫ টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুন্দর সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য গুরুদাসপুর উপজেলার সাধারণ ভোটাররা নাটোর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনের জন্য সকল সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন উপজেলা রির্টানিং কর্মকর্তা। বেসরকারী ভাবে নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন তারা হলেন- ১নং নাজিরপুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটে মো. আইয়ুব আলী (মোটরসাইকেল) এবং ব্যালট পেপারের মাধ্যমে ২নং বিয়াঘাট ইউনিয়নে মো. মিজানুর রহমান সুজা (মোটরসাইকেল) ৩নং খুবজীপুর ইউনিয়নে(মো. মনিরুল ইসলাম দোলন (নৌকা) ৪নং মশিন্দা ইউনিয়নে মো. আব্দুল বারী (ঘোড়া) ৫নং ধারাবারিষা ইউনিয়নে মো. আব্দুল মতিন (নৌকা) ৬নং চাপিলা ইউনিয়নে মো. মাহাবুবুর রহমান (মোটরসাইকেল)।

গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় পঞ্চম ধাপে গুরুদাসপুর উপজেলার ৬টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্েয ২টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত ২জন প্রার্থী এবং ৪টি ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীরা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে