জয়পুরহাটে পাঁচবিবিতে ৫ ইউপির ৪ টিতেই নৌকার ভরাডুবি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
জয়পুরহাটে পাঁচবিবিতে ৫ ইউপির ৪ টিতেই নৌকার ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৫টি ইউপির মধ্যে একটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজয়ীরা হলেন- পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ মিলটন (স্বতন্ত্র), আটাপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী আবু সালে মো. সামছুল আরেফিন (স্বতন্ত্র), ধরঞ্জি ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী (স্বতন্ত্র), বাগজানা ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী নাজমুল হক (স্বতন্ত্র), মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস,এম রবিউল আলম চৌধুরী।

জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আমিনুর রহমান মিঞা জানান, নির্বাচনে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩, সাধারণ সদস্য ১৯২ সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকার প্রার্থী ছাড়া অন্যকোনো দল অংশগ্রহণ করেনি। ৫ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৪৭২ জন। যার মধ্যে ৫২হাজার ৭৪০ জন পুরুষ এবং ৫২ হাজার ৭৩২ নারী ভোটার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে