চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যুতে হাসপাতালের মালিক গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২; সময়: ৮:৩৫ অপরাহ্ণ |
চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যুতে হাসপাতালের মালিক গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : হাসপাতালে বিল পরিশোধ না করায় দুই জমজ শিশুকে চিকিৎসা না দিয়ে বের করে দেয়ার ঘটনায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে ৪০ হাজার টাকা বিল পরিশোধ করতে না পারায় ছয় মাসের জমজ শিশুদের চিকিৎসা বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় বের করে দেয়ায় ছয় মাস বয়সি আহমেদ নামের শিশুটি মারা যায়। অপর শিশু আব্দুল্লাহকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে, অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে হাসপাতালের মালিক গোলাম সরোয়ারকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, অন্য হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী নিয়ে এসে বাড়তি বিল আদায় করতেন হাসপাতাল মালিক। রোগী বা স্বজন কাউকেই বিলের ভাউচার দিতেন না তিনি। এছাড়াও হাসপাতালটিতে ছিলো নানা অব্যবস্থাপনা। সেসব অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আগেভাগেই খবর পেত নিজস্ব সূত্রের মাধ্যমে।

এ ঘটনায় গ্রেপ্তার হাসপাতাল মালিকের বিরুদ্ধে বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর মামলা করেছেন জমজ ‍শিশুর মা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে