না.গঞ্জ সিটি নির্বাচনের প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২; সময়: ৮:৪৬ অপরাহ্ণ |
না.গঞ্জ সিটি নির্বাচনের প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ

পদ্মাটাইমস ডেস্ক : সিটি নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করলেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর একে অপরের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।

নারায়গঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বাকি আর মাত্র ৮ দিন। ২৭টি ওয়ার্ডজুড়ে এখন উৎসবের আমেজ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের গণসংযোগ। নির্বাচনকে ঘিরে পাড়া মহল্লাগুলোতে মিছিলে, স্লোগানে, দিনরাত প্রচার-প্রচরণা ও গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

শুক্রবার সকাল ১০টা থেকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ওয়াটার ওয়ার্কস মোড় এলাকা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এ সময় বেশ কয়েকটি পথসভাও করেন তিনি।

এ সময়, তিনি স্বতন্ত্রপ্রার্থী তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেন। বলেন, ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ। কোনও ব্যক্তিকে ঘিরে নয়, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করছে বলে জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচনি প্রচারণায় আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আইভী। নির্বাচিত হলে জনগণের সকল চাওয়া পূরণ করবেন বলেও প্রতিশ্রুতি দেন ডা. সেলিনা হায়াত আইভী।

এদিকে, নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় তার নির্বাচনি পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেন। বলেন, সুষ্ঠ নির্বাচন হলে শুধু বিএনপি নয় আওয়ামী লীগেরও জনসমর্থন পাবেন তিনি।

তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থীই তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী ১৬ই জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নগরীতে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এবার নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে ইভিএম ভোটগ্রহণ হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে