রাবিতে অডিটোরিয়াম সংস্কার কাজে নিযুক্ত শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২; সময়: ৬:৪১ অপরাহ্ণ |
রাবিতে অডিটোরিয়াম সংস্কার কাজে নিযুক্ত শ্রমিকের মৃত্যু

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অডিটোরিয়াম সংস্কার কাজে নিযুক্ত এক শ্রমিক ছাদ থেকে নিচে পড়ে মারা গেছেন। ৮ জানুয়ারি (শনিবার) বেলা ১.৩০ মিনিটে সংস্কার কালীন সময়ে উক্ত দূর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকের নাম আলেক(৩৫)।তিনি রাজশাহী নগরীর বেলপুকুর থানার কাপাসিয়া গ্ৰামের বাসিন্দা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ এসে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি মুস্তাকিম বলেন, ‘আমরা সকাল থেকেই এখানে কাজ করছিলাম। তারপর দুপুর দেড়টার দিকে কাজ করতে করতে হঠাৎ সে উপর থেকে নিচে পড়ে যায়। তারপর প্রশাসনের লোকজন এসে তাকে মেডিকেলে নিয়ে যায়। পড়ে জানতে পারি সে মারা গেছে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ঘটনার বিষয়টি আমি জেনেছি। পরে ওখানকার চীফ ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সাথে কথা হয়ে। তবে এটা এক্সিডেন্টালি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে