রাজশাহীর পাখি কলোনি পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের উপদেষ্টা

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২; সময়: ৪:১৩ অপরাহ্ণ |
রাজশাহীর পাখি কলোনি পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর একাধিক পাখি কলোনি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাম্বেসী ডিপার্টমেন্ট অব জাস্টিস বিভাগের ওয়াইল্ড লাইভ ট্রাফিকিং অ্যাডভাইজর কর্মকর্তা ক্রেইগ ফুলস্টোন।

সকালে তিনি জীববৈচিত্র সংরক্ষণে সচেতনতা মূলক অনুষ্ঠানের অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাখি কলোনী পরিদর্শন করেন ।

এসময় তার সাথে ছিলেন বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বন্যপ্রানী সংরক্ষণ নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।পরে তিনি পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের একটি পাখি কলোনী এবং নাটোরের দুটি পাখি কলোনী দেখার উদ্দেশ্যে বের হন ।

তিনি জানান, সেচ্ছাশ্রমে বণ্যপ্রানী ও পাখি সংরক্ষণে এদেশের মানুষ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এতে প্রকৃতি ও প্রানী সংরক্ষনে ইতিবাচক প্রভাব পড়ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে