বাঘায় পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২; সময়: ৭:১৪ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় উপজেলার ঝিনা গ্রামের ইটভাটা এলাকা হিসেবে পরিচিত, মোস্তাকীন আলীর পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯-০১-২০২২) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিচয়ে জানা গেছে তার নাম সবুজ আলী (২৮)। সে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকমাহাপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রোববার বিকেলে আড়ানী রেল স্টেশন বাজার থেকে পায়ে হেটে যাচ্ছিল। পথিমধ্যে মোস্তাকিনের পুকুর পাড়ে অবস্থিত মাছ পাহারা দেওয়া ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পুকুরে ঝাপ দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আগুন নিয়ন্ত্রন করে। কিন্তু সবুজ আলীকে খুঁজে যাচ্ছিলেন না। পরে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল এলাকার পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

পারিবারিক সুত্রে জানা যায়, পাগলামীর কারনে সবুজকে দীর্ঘদিন শিকলে বন্দী করে রাখা হয়েছিল। তার কান্নাকাটিতে কিছুদিন আগে ছেড়ে দেয় পরিবার। সকালে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরতো।

সবুজ আলীর ছোট ভাই পারভেজ আলী বলেন, শিকল বন্দী অবস্থায় তার কান্নাকাটির কারনে কিছুদিন আগে ছেড়ে দিয়ে রাখা হয়েছিল। এধনের ঘটনা ঘটবে ভাবনায় ছিলনা।

আড়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য, ঝিনা গ্রামের মাসুদ রানা বলেন, মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধারের পর জানতে পারেন সবুজ আলী মানষিক রুগী ছিল।

বাঘা থানার উপরিদর্শক (এসআই) প্রজ্ঞাময় মন্ডল বলেন, পরিবারের পক্ষ থেকে মানষিক সমস্যার কথাবলেছেন। এর পরেও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে