মোহনপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দোয়া মাহফিল

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২; সময়: ৬:২৬ অপরাহ্ণ |
মোহনপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগ। সোমবার (১০ জানুয়ারি) উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন তারা।

এসময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়্যারম্যান এ্যাড. আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদের সদস্য রাবিয়া খাতুন সীমা, সভানেত্রী ডলি আক্তার, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়্যারমান অধ্যাপক আব্দুল মান্নানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেপ্তার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন করেন।

ওই দিন দিল্লি থেকে দুপুর ১টা ৪১ মিনিটে ঢাকার মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু। আনন্দে আত্মহারা লাখ লাখ বাঙালি ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকাল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। এর পর থেকে দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে