বাড়ি বাড়ি ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২; সময়: ৭:০৮ অপরাহ্ণ |
বাড়ি বাড়ি ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগরে জেঁকে বসেছে শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া দিনমজুর ও হত দরিদ্র মানুষেরা। শীত নিবারণের সামর্থ্য নেই তাদের অনেকের।

সেই সব গরীব, দুস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী । সোমবার সাগরকান্দি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি । এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর গ্রামে সরকারি মুজিব বাধের জায়গায় বসবাসকারী হত দরিদ্র অসহায় ষাটোর্ধ্ব বৃদ্ধ মুছা মোল্লা বলেন, শীত যায়, শীত আসে। অনেকে সহযোগিতা পেলেও আমি এবং আমার অসুস্থ স্ত্রী কোন ধরণের সহযোগিতা পায়নি।

অনেকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলাম। কম্বল পেয়ে খুব ভাল লাগছে। ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, শীত নিবারণের জন্য তাদের ন্যূনতম শীতের গরম কাপড় নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহযোগিতা। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে