স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাবিতে পুঁথি পাঠের আয়োজন

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২; সময়: ৭:২১ অপরাহ্ণ |
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাবিতে পুঁথি পাঠের আয়োজন

নিজস্ব প্রতিবেদক, রাবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুঁথিপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন “তীর্থক নাটক”।

‘নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার’ এই স্লোগানে উজ্জীবিত ‘তীর্থক নাটকের’ পুঁথি মুজিবগাধা অনুষ্ঠানটি আজ ১০ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের গবেষণা ও রচনায় ছিলেন সংগঠনটির সদস্য দিপু রায় ও হীরা চৌধুরী। মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন তুহিন ইমরুল।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি হানাদার সামরিকবাহিনী শান্তিপ্রিয় নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যাযজ্ঞ শুরু করলে ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরবর্তীতে তাঁকে পাকিস্তান সরকার গ্রেফতার করে এবং কারাবাসে পাঠিয়ে দেয়। বিজয়ের পর ১০ জানুয়ারি, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ কারাবাসের পর বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে